ক্রিকেট

কাজ না করলে ‘‌পাগল’ হয়ে যাবেন সাকিব

ঢাকা, ১ এপ্রিল – সাকিব আল হাসান আজ শনিবার দুপুর পর্যন্ত সাভারে ম্যাচ খেলেন। এরপর হেলিকপ্টারে করে সন্ধ্যায় ঢাকায় ফিরেন। যোগ দেন একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে। সেখানে সাকিবের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কথা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার কাছে কাজ মজা লাগে, আমি কাজ উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি, তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

সাকিব নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়ে দিয়েছিলেন মাগুরাতে। প্রথমবার ওই সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দিই। ওটার একটা আলাদা রকম ফিলিংস আছে।’

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১ এপ্রিল ২০২৩

Back to top button