ইউরোপ

আমি এখনও বেঁচে আছি; হাসপাতাল ত্যাগের সময় পোপের কৌতুক

রোম, ১ এপ্রিল – প্রায় তিন দিন রোমের একটি হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ। শুধু তাই নয়, হাসপাতাল ছাড়ার সময় রসিকতাও করতে দেখা গেল তাকে। বললেন, ‘আমি এখনো বেঁচে আছি।’ শনিবার (০১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বুধবার (২৬ মার্চ) ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকানের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে।

শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে পোপ সাংবাদিকদের বলেন, ‘আমি ভীত ছিলাম না, এখনো বেঁচে আছি।’ এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এরপর ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন তিনি।

১৯৩৬ সালে বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ২১ বছর বয়সে ডান পাশের ফুসফুস হারান। এছাড়া হিপের সমস্যা রয়েছে তার। ২০১৪ সালে পাকস্থলীর ব্যাথায় ভুগে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১ এপ্রিল ২০২৩

Back to top button