ক্রিকেট

২৬ মাঠকর্মী পেলেন সাকিবের উপহার

চট্টগ্রাম, ০১ এপ্রিল – সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে আইরিশদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এই ভেন্যুতেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়রথ শুরু হয়েছিল টাইগারদের।

তখন চট্টগ্রামের উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পোষ্টারবয় সাকিব আল হাসান। এজন্য সে সময় সাকিব তার অর্জিত তিনটি পুরস্কারের একটি মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। অবশেষে সাকিবের পুরস্কারের ওই অর্থ হাতে পেয়েছেন জহুর আহমেদের মাঠকর্মীরা।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে মাঠকর্মীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু। ২৬ জন মাঠকর্মীর প্রত্যেকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা পান।

সাধারণত কোনো সিরিজ চলাকালেই পুরস্কারের চেক দিয়ে দেওয়া হয়। কিন্তু ইংল্যান্ড সিরিজের ১৭ দিন পরও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের কয়েকজন টাকা না পাওয়ার কথা জানিয়েছিল। অবশেষে সেই অর্থ পেলেন মাঠকর্মীরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার তিনটি টি-টোয়েন্টি ম্যাচই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই স্বাগতিকদের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যায়, দলও পায় সহজ জয়। শেষ ম্যাচে অবশ্য কেবল ১২৪ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল, ৩৬ বল আগে ম্যাচ হারে ৭ উইকেটের ব্যবধানে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ এপ্রিল ২০২৩

Back to top button