নারায়নগঞ্জ

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংঘর্ষ, ম্যাজিস্ট্রেটসহ আহত ৩০

নারায়ণগঞ্জ, ০৬ ডিসেম্বর- নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। এতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৬ ডিসেস্বর) দুপুর হতে বিকেল পর্যন্ত আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটলেও পিছু না হটে পুলিশ প্রহরায় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩-৪ হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

সংঘর্ষের ঘটনায় দুপুর ১টা হতে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে। সংঘর্ষের পর ঢাকা-বিশনন্দী ফেরিঘাট সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

জানা যায়, আড়াইজাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নেয় লোকজন। এতে ক্ষমতাসীন দলের নেতা ও কিছু অসাধু লোকজন আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। গত কয়েকদিন আগে তিতাস কর্তৃপক্ষ ঝাউগড়া এলাকায় কয়েকশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও ফের সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে তিতাস অফিসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুরু করে। প্রায় ৫০০-৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েও যায়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়ে অভিযান টিমের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে বেপরোয়া হয়ে উঠে লোকজন। পুলিশ, ম্যাজিস্ট্রেট ও তিতাস অফিসের লোকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এক পর্যায়ে ঝাউগড়া বাজার এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের এস আই সফিকুল ইসলামসহ ৩০ জন আহত হয়। এছাড়া ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৭ রাউন্ড রাবার বুলেট, ১৩টি টিয়ার সেল ছুড়ে। এসময় পুলিশে বেশ কয়েকজনকে আটক করে।

তিতাস অফিসের সোনারগাঁ জোনের ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ জানান, ঝাউগড়া এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রোববার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে টিমের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি

আড়াইহাজার থানার পরিদর্শক ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, তিতাসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন হামলা চালায়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৭ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ার সেল ছোড়া হয়।

আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন জানান, ঝাউগড়া এলাকায় ১৪ স্পটে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। কিছুদিন আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ফের সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। রোববার তিতাস অফিস অভিযান চালাতে গেলে স্থানীয়রা হামলা চালায়। এসময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কতজন আহত হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।

সূত্রঃ জাগো নিউজ
আডি/ ০৬ ডিসেম্বর

Back to top button