ফুটবল

আর ভিক্ষা চাইবেন না সালাউদ্দিন

ঢাকা, ৩১ মার্চ – নেপালকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়া জয় করেছিল। উৎসবের আমেজে ভাসিয়েছিল গোটা দেশকে। সেই দলটাকে অংখ্য প্রতিষ্ঠান নগদ অর্থ দিয়ে করেছে পুরস্কৃত। সেসব আনন্দঘন মুহূর্তের পেরিয়েছে মাত্র ৭ মাস। এরই মাঝে বাফুফে পড়েছে অর্থ সংকটে। সাবিনা খাতুনদের তাই অলিম্পিকের বাছাই খেলতে পাঠাতে পারছে না। তবে এবার আর কারও কাছে ধরনা দিতে চায় বাফুফে।

অর্থের অভাবে অলিম্পিক বাছাইয়ে দল পাঠাতে না পারাটা মেনে নিতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এবার আর তিনি কারও কাছে হাত পাততে চান না জানিয়ে বলেছেন, ‘এত দিন সবার কাছে ভিক্ষা চেয়েছি। এখন ভিক্ষার দরজাও বন্ধ হয়ে গেছে।’

বাফুফে সভাপতি বলেন, ‘মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী অর্থ পুরস্কার দিয়েছেন, সেনাবাহিনী দিয়েছে। আমাদের একটা স্পনসর আছে, ঢাকা ব্যাংক। ওরা বছরে ১ কোটি ৮০ লাখ টাকার মতো দেয়। বসুন্ধরা এখন পর্যন্ত দিয়েছে ২৫ লাখ টাকা। আমাদের ক্যাম্পে খাওয়ার খরচ বছরে সাড়ে তিন কোটি টাকার মতো। মেয়েরা সাফ জেতার পর অনেকে ঘোষণা দিলেও এখনও সবাই টাকা দেননি।’

গত মাসে সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল বাফুফে। শেষ মুহূর্তে সিঙ্গাপুর অপারগতা প্রকাশ করায় সফরটি আর হয়নি। আগামী ৫-১১ এপ্রিল ২০২৪ প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাই খেলতে মেয়েদের মিয়ানমারেও পাঠাচ্ছে না বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম গত পরশু বলেছেন, ‘দল পাঠাতে বাফুফের প্রয়োজনীয় অর্থের সংকুলান না থাকায় গত সপ্তাহে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিলাম না। অর্থের সংকুলান করতে না পারায় টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিচ্ছে না।’

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩১ মার্চ ২০২৩

Back to top button