ভারতে মোদির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধী দলগুলো
নয়াদিল্লি, ৩১ মার্চ – ভারতীয় রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একজোট হচ্ছে।
দেশটিতে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেইসময় বিরোধী দলগুলোর এই জোট বিজেপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। তবে ততদিন পর্যন্ত দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারে কি না তা নিয়ে সংশয়ও রয়েছে।
সম্প্রতি মানহানির অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। এই নিয়ে তাকে পার্লামেন্টেও অযোগ্য ঘোষণা করা হয়। তার নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করেছে। এমন ঘটনার পরেই দেশটির বিরোধী দলগুলো জোট বাঁধতে শুরু করেছে।
এই নিয়ে দেশটির বিরোধী রাজনীতিবিদরা বলছেন, রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা এবং দুই বছরের জেল মোদি সরকারের শক্তিশালী কৌশলের সর্বশেষ প্রমাণ।
রয়টার্স বলছে, রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরে, ১৪টি রাজনৈতিক দল যৌথভাবে ভারতীয় সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এতে বলা হয়েছে, বিরোধী দলগুলোকে ফেডারেল তদন্তকারী সংস্থাগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে। আদালত ৫ এপ্রিল এই আবেদনের শুনানি করবেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ৩১ মার্চ ২০২৩