সিলেট

পাপলুর পদ স্থগিত, দলীয় কর্মকান্ডে অংশ না নেয়ার নির্দেশ

সিলেট, ৩১ মার্চ – সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে পাপলুর পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এই চিঠি গণমাধ্যমে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমান পাপলুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ২১ মার্চ বিকেলে নগরের একটি হোটেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় পূর্বে নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন কেন্দ্রীয় নেতাদের সামনে গ্রুপিং কোন্দলের বিষয়বস্তু তুলে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ৩১ মার্চ ২০২৩

Back to top button