ঢালিউড

জয়ের মতো রাজপুত্র চেয়েছিল মাহি

ঢাকা, ৩০ মার্চ – প্রথমবারের মতো সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার কোলজুড়ে এসেছে এক রাজপুত্র। নায়িকার সন্তান জন্মের পর থেকেই সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

এদিকে মাহির মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা মাহির স্বামীর একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন তিনি।

মাহির উদ্দেশে অপু বিশ্বাস লিখেছেন, ‘জয় যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিলো আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক! মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে।’

সেই পোস্টে একটি মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছেন অপু বিশ্বাস। তিনি যোগ করেছেন, ‘২৮ মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন, ২৮ মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন। অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়েই মেতে আছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন মাহি।

আইএ/ ৩০ মার্চ ২০২৩

 

Back to top button