জাতীয়

আরও আট দলকে চিঠি পাঠাল ইসি

ঢাকা, ৩০ মার্চ – বিএনপি ছাড়াও সংলাপে অংশ না নেওয়া বাকি আটটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এই দলগুলোকে অনানুষ্ঠানিক চিঠি (ডিও) পাঠানো হয়। বিএনপি ও এই দলগুলো গত বছরের জুলাই মাসে ইসির আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।

আটটি রাজনৈতিক দলকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আটটি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। এই দলগুলো আগের সংলাপে অংশ নেয়নি।’

যে আটটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এর আগে গত ২৩ মার্চ বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিল ইসি। বিএনপি ইসির সঙ্গে আলোচনায় বসবে না বলে জানিয়েছে। ইসির চিঠিরও আনুষ্ঠানিক কোনো জবাব দেবে না বলেও জানিয়েছে দলটি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩০ মার্চ ২০২৩

Back to top button