হেফাজতে সুলতানার মৃত্যু: র্যাব-৫ এর ১১ সদস্য প্রত্যাহার
ঢাকা, ৩০ মার্চ – সুলতানা জেসমিনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব-৫ এর ১১ সদস্যকে জয়পুরহাট ক্যাম্পের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের রাজশাহীতে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (আইন ও গণমাধ্যম শাখা) পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘ওই ঘটনা তদন্তে র্যাব সদর দপ্তর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। ওই অভিযানে যে ১১ জন ছিলেন তাদের তদন্তের প্রয়োজনে র্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে এনে প্রত্যেক র্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে কমিটি। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদের ফেরত পাঠানো হবে।’
নওগাঁর একটি ইউনিয়ন পরিষদ ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে (৩৮) গত ২২ মার্চ র্যাব গ্রেপ্তার করে।
মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সুলতানাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে র্যাব। তিনি পড়ে গিয়েছিলেন বলে জানানো হয়।
সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান তিনি।
পরে গত ২৭ মার্চ সুলতানা জেসমিনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান হাইকোর্ট।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ মার্চ ২০২৩