সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
দামেস্ক, ৩০ মার্চ – সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত একটার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ভোররাতে প্রতিকূল লক্ষ্যবস্তুর মোকাবিলা করেছে বলে জানিয়েছে সানা।
তবে এ ঘটনায় দুই সেনা আহতের খবর পাওয়া গেছে।
দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গোলান হাইটস থেকে দামেস্কের আশপাশের এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা আহত হওয়ার পাশাপাশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করলেও হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানায়নি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ মার্চ ২০২৩