ক্রিকেট

অবশেষে ব্রাজিলে ফিরছেন বলসোনারো

ব্রাসিলিয়া, ৩০ মার্চ – অবশেষে দেশে ফিরে যাচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। কয়েক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। গত জানুয়ারিতে তার সমর্থকরা ব্রাজিলের সুপ্রিমকোর্ট, কংগ্রেস ও পার্লামেন্ট ভবনে হামলা চালায়।

মূলত নির্বাচনে লুলা ডি সিলভার কাছে বলসোনারোর হেরে যাওয়াকে মেনে নিতে পারেনি সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল দাঙ্গা।

ব্রাজিলের উদ্দেশ্য ফ্লাইটে ওঠার আগে ফ্লোরিডার বিমানবন্দরে বলেছেন, তিনি লুলার বিরোধীদলকে নেতৃত্ব দেবেন না।

বলসোনারোর স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবতরণের কথা রয়েছে।

নতুন প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণ সামনে রেখে ব্রাজিলের রাজধানীতে গত ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। ওই সময় ব্রাসিলিয়ার বিভিন্ন সরকারি ভবনের দখল নেয় বোলসোনারোর সমর্থকরা। এ ঘটনায় ইন্ধন দেওয়ার জন্য অনেকেই সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছেন। স্বদেশে তার বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগের তদন্ত চলছে। এর কিছুদিন আগেই অবশ্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ৬৭ বছর বয়সী এ নেতা।

বোলোসোনারো নিজের হার স্বীকার করেননি। বরং গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে পরাজয়কে তিনি ভোট গণনায় কারচুপি হিসেবে চিহ্নিত করেছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ মার্চ ২০২৩

Back to top button