দক্ষিণ এশিয়া

মোদির ঘরেই হারল বিজেপি

নয়াদিল্লী, ০৬ ডিসেম্বর- মোদির কারিশমায় কাজ হলো না। উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বারাণসীর দু’টি আসনেই হারল বিজেপি। ক্ষমতাসীনদের হাত থেকে আসন দুটি ছিনিয়ে নিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত ১০ বছর ধরে এই আসন দু’টি ছিল বিজেপির দখলে। বিজেপির শক্ত ঘাঁটিতে বিরোধীদের এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত ৬ মে উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১টি আসন খালি হয়। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে নির্বাচন পিছিয়ে হয়েছে ৩ ডিসেম্বরে। ১১টি আসনে মোট প্রার্থী ছিলেন ১৯৯ জন। ১১টির মধ্যে ২টি আসনের ফল ঘোষণা হয়নি এখনও। ঘোষিত ৯টি আসনের মধ্যে বিজেপি ৪টি, সমাজবাদীর পার্টি ৩টি এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জয় পেয়েছে।

শনিবার বারণসীর একটি আসনে ফল ঘোষণা হয়। সেখানে জয় পান এসপি-র প্রার্থী আশুতোষ সিংহ। রোববার আরেক আসনে জয় পান একই দলের লালবিহারী যাদব।

মোটের ওপর পিছিয়ে থাকলেও বারাণসীর এই ফলকে বিরাট জয় বলেই মনে করছে অখিলেশের দল। রোববার লালবিহারী বলেন, এটা বিরাট জয়। এই ফলে আমি খুব খুশি।

আরও পড়ুন : করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ৭ কোটি

উত্তরপ্রদেশের বারাণসী বরাবরই বিজেপির অভেদ্য দুর্গ। ২০১৪ এবং ২০১৯ এই লোকসভা কেন্দ্র থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এর আগে বিজেপির আরেক প্রভাবশালী নেতা মুরলি মনোহর যোশী এই কেন্দ্র থেকে কয়েকদফায় জিতেছেন। ফলে বারাণসীতে হার বিজেপির ‘প্রেস্টিজ ইস্যু’ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ আনন্দবাজার
আডি/ ০৬ ডিসেম্বর

Back to top button