জাতীয়

৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল

ঢাকা, ২৮ মার্চ – দেশের প্রথমবারের মতো তিনদিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শুরু হবে আগামীকাল বুধবার। প্রথম দিনের এ সম্মেলন উদ্বোধন হবে ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাকি দুই দিনের আয়োজন থাকবে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে। ভূমি ব্যবস্থাপনার নতুন উদ্যোগ চালু, সেমিনারসহ নানা আয়োজনে শুরু হবে এ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রথমবারের মতো এ ভূমি সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের সাতটি নতুন উদ্যোগও উদ্বোধন করবেন সরকারপ্রধান। চালু হতে যাওয়া উদ্যোগের মধ্যে আছে- রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন ভূমি অফিস চালু।

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘সায়রাত ও খাসজমি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার হবে। সেখানেই দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ‘অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা ও সরকারি ক্রয় ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার।

তৃতীয় বা শেষ দিন সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ ডিজিটাল জরিপ’ শীর্ষক সেমিনার হবে বিয়াম মিলনায়তনে। এ সম্মেলনের মধ্য দিয়ে ভূমিসেবা ডিজিটাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ভূম মন্ত্রণালয় করণীয় নির্ধারণ করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ২৮ মার্চ ২০২৩

Back to top button