রাশিয়ার হাতে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে
মস্কো, ২৮ মার্চ – শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ার বার্তা দিল রাশিয়া। রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সতর্ক করেছেন, তার দেশের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে শত্রুকে ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে সেইসব অস্ত্র আছে। এসব শত্রুর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের কথাও উল্লেখ করেছেন। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভ্লাদিমির পুতিনের মিত্র নিকোলাই পাত্রুশেভ রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে বলেন, নিজস্ব প্রপাগান্ডায় আটকে পড়া মার্কিন রাজনীতিবিদরা আত্মবিশ্বাসী যে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হবে এর পরে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না রাশিয়া।
নিকোলাই পাত্রুশেভ মার্কিনি রাজনীতিবিদদের এই ধারণাকে অদূরদর্শী বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।
এ সময় হুঙ্কারের সুরে নিকোলাই পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্য্যশীল এবং তার উন্নত সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে অস্তিত্ব হুমকির মুখে পড়লে রাশিয়ার কাছে যে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়।
এর আগে গত শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপরেই তার এ মিত্র এমন হুঁশিয়ার বার্তা দিলেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ মার্চ ২০২৩