জাতীয়

নিজেই ইমামতি করলেন জিএম কাদের

ঢাকা, ২৭ মার্চ – একটি অনুষ্ঠানে গিয়ে ইফতার শেষে মাগরিবের নামাজে ইমামতি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার(২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী।

তিনি জানান, আজ সোমবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ইফতার ও ডিনার আয়োজন ছিল। সেখানে ইফতার শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাগরিবের নামাজ আদায় করেন। আর নামাজের ইমামতি করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদেরের ইমামতির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে খন্দকার জালালী লিখেন, নেতা অর্থ ইমাম। তিনিই প্রকৃত নেতা, যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দেবেন আবার নামাজের জামায়াতেও ইমামতি করবেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, সংসদ সদস্য রওশন আরা মান্নান, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ মার্চ ২০২৩

Back to top button