জাতীয়

কাপ্তানবাজারে আগুনে দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

ঢাকা, ২৭ মার্চ – রাজধানীর কাপ্তানবাজারে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন ৪ জন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন, রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গীতা রানি দে (৬৫) ও আফজাল।

রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কি থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

এদিকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তারা ৪ জনই চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের কাছাকাছি হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৭ মার্চ ২০২৩

Back to top button