জাতীয়

বাংলাদেশকে রোল মডেল পরিণত করেছেন শেখ হাসিনা

লালমনিরহাট, ২৬ মার্চ – একসময় ফকিরের দেশ বলা সেই বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেলে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রোববার (২৬ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভিক্ষুক ও ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মধ্যে অটোরিকশা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, একসময় বাংলাদেশকে বলা হতো ফকিরের দেশ। সেই বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেলে পরিণত করেছেন। দুর্ভিক্ষ কবলিত দেশকে উদ্ধার করে অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বয়স্ক ভাতা, সামাজিক নিরাপত্তা ভাতাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫৪ প্রকার ভাতা প্রদান করছে সরকার। আর যারা ভিক্ষা করে খায় তাদের রিকশা প্রদান করছে সরকার। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার এ কার্যক্রম হাতে নিয়েছে।

অনুষ্ঠানে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১৬ জন ভিক্ষুকের মধ্যে ৫০ হাজার টাকা মূল্যের ১৬টি অটোরিকশা ও ২২ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়াও এতিম খানায় ৩ লাখ ৯৬ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ মার্চ ২০২৩

Back to top button