সংগীত

রমজানে ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

নিউইয়র্ক, ২৬ মার্চ – জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বর্তমানে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সবশেষ দেশে এসেছিলেন ২০২১ সালের মাঝামাঝিতে। সেসময় নিজ গ্রাম চাঁদপুরের মতলব থানার বরদিয়ায় আটকে থাকা একটি রাস্তার কাজ করে দেন এই গায়িকা। শতাধিক পরিবারের চলাচলের জন্য নিজের জমি ছেড়ে দিয়ে সেই রাস্তা তৈরি করে দেন মুন্নী।

গানের পাশাপাশি সমাজসেবামূলক এমন নানা কাজে প্রায়ই পাওয়া যায় তাকে। আর নিজ গ্রামের মানুষদের পাশে তো এই গায়িকাকে পাওয়া যায় সবসময়ই। এবার প্রথম রোজায় দিনাত জাহান মুন্নী তার গ্রামের ৫০ জন মানুষকে উপহার দিলেন পবিত্র কোরআন শরীফ। বিষয়টি জানিয়েছেন এই গায়িকা নিজেই।

এক ফেসবুক পোস্টে দিনাত জাহান মুন্নী বলেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে ৫০ জনের হাতে কোরআন শরীফ তুলে দিতে পারলাম প্রথম রোজায়।’

বিষয়টি প্রসঙ্গে তার স্বামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল জানান, প্রথম রোজায় গ্রামের মসজিদ, মাদ্রাসায় কোনআন শরীফগুলো উপহার দেওয়া হয়।

আইএ/ ২৬ মার্চ ২০২৩

Back to top button