পশ্চিমবঙ্গ

গঙ্গার টানেল দিয়ে মেট্রোরেলের ট্রায়াল শুরু এপ্রিলে

কলকাতা, ২৫ মার্চ – পশ্চিমবঙ্গের হুগলি (গঙ্গা) নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলার তৎপরতা শুরু করে দিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই টানেল দিয়ে কলকাতা থেকে হাওড়া মেট্রোরেলের ট্রায়াল রান শুরু হবে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২০২৩ সালের দূর্গা পূজোর আগেই গঙ্গা নদীর নিচ দিয়ে কলকাতা থেকে হাওড়া মেট্রোরেলের যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পানিরস্তর থেকে মেট্রোরেলের টানেল ২৬ মিটার গভীরে রয়েছে। ২০১৮ সালে গঙ্গার নদীর নিচে মেট্রোরেলের টানেলের কাজ শুরু হয়েছিল।

মেট্রোরেলের এমডি হরিনাথ জয়সওয়াল বলেন, দুইটি রেক দিয়ে ট্রায়াল রান শুরু করা হবে। অপরদিকে কলকাতার বউ বাজারের নিচ দিয়ে টানেলের কাজও দ্রুত শেষ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। টানেলের দৈর্ঘ্য প্রায় ৫৫০ মিটার।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ মার্চ ২০২৩

Back to top button