রাজবাড়ী

দুইটি ইলিশের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা!

রাজবাড়ী, ২৫ মার্চ – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় চার কেজি ওজনের দুটি ইলিশ ধরা পড়েছে। শনিবার ভোরের দিকে ধরা পড়া মাছ দুটি ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

এক জেলে জানান, সকালে বিশালাকার দুটি ইলিশ দুলাল মণ্ডলের আড়তে বিক্রি করতে দেখেছি। এমন মাছ যিনি পেয়েছেন তার কপাল খুব ভালো। এখন নদীতে এরকম ইলিশ তেমন একটা দেখা যায় না।

এ বিষয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ইলিশ দুটি সকালে নিলামের মাধ্যমে বাজারের দুলাল মোল্লার আড়ত থেকে ক্রয় করি। মাছ দুটির ওজন প্রায় চার কেজি। তিনশত টাকা লাভ রেখে ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৫ মার্চ ২০২৩

Back to top button