হেলিকপ্টারে পরীমণির সঙ্গে রাজ্যের খুনসুটি
ঢাকা, ২৫ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রায়ই স্বামী শরিফুল রাজ এবং ছেলে রাজ্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। ছেলের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো তিনি শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
শনিবার (২৫ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে হেলিকপ্টারে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে লিখেছেন, পুরো ফ্লাইটেই মায়ের কানের দুল নিয়ে খেলতে খেলতেই ঘুমিয়েছিলেন সে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি ইমোজিও।
ওই ছবিগুলোতে দেখা যায়, হেলিকপ্টারে চড়ে মায়ের বাড়ি যাচ্ছিলেন পরী। অভিনেত্রীর পরনে রয়েছে, সাদা রঙের একটি সেলোওয়ার কামিজ, সঙ্গে পড়েছেন ম্যাচিং কানের দুল এবং চোখে একটি সানগ্লাস। আর রাজ্যের পরনে রয়েছে একটি হলুদ রঙের টি-শার্ট।
পরীমণির কোলে ঘুমন্ত অবস্থায় রয়েছে রাজ্য। মায়ের কানের দুল ধরে খুনসুটি করতে করতেই কোলে ঘুমিয়ে পড়েছে এই তারকাসন্তান।
ইতোমধ্যে পোস্টটিতে ৩৩ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ২৩ বার শেয়ার হয়েছে পোস্টটি। তবে চাইলেই যে কেউ ওই পোস্টের নিচে মন্তব্য করতে পারবেন না। কারন, অভিনেত্রীর স্ট্যাটাসটির কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত নয়।
এর আগে, শুক্রবার (২৪ মার্চ) রাজ্যকে নিয়ে প্রথমবার মায়ের বাড়িতে বেড়াতে যান পরীমণি। সেই ভিডিওটিও তার ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়। ভিডিওটি শেয়ার করা মাত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আইএ/ ২৫ মার্চ ২০২৩