বরগুনা

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনা, ২৫ মার্চ – বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে (৩৬) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ইফতারি শেষে টুটুল খান উপজেলার সদর ইউনিয়নের আকন বাড়ি খেয়াঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ পথিমধ্যে বরগুনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তার দুই পা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে সেখান থেকে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়।

হামলার শিকার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খাঁন বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মিরাজ গাজী, মিজান গাজী, রাসেলসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। আমি চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক এর আগেও কয়েকজনকে কুপিয়ে জখম করেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সাথেও জড়িত। এ জন্য তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কারও করা হয়। বহিষ্কার হবার পরও তার অপকর্ম থেমে নেই।

অভিযোগের বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, আমি শুনেছি বেতাগীতে একটি ঝামেলা হয়েছে। তবে আমি এখন পাথরঘাটায় আছি। প্রথম থেকেই আমার বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ। আমি ছাত্র রাজনীতি করে কেন কাউকে কোপাতে যাবো? আপনারা খোঁজ নিন, আমি ২১ দিন যাবৎ পাথরঘাটা আছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পিছনে জড়িতদের বিষয়ে আমরা সোর্সের মাধ্যমে খোঁজ নিচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ মার্চ ২০২৩

Back to top button