জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান

ঢাকা, ২৩ মার্চ – ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান অবসরোত্তর ছুটিতে যাবেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ মার্চ ২০২৩

Back to top button