হাসপাতালে ভর্তি শামীম ওসমান
ঢাকা, ২৩ মার্চ – নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একমাত্র ছেলে ইনতিমাম ওসমান অয়ন তার পিতার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকেলে অয়ন ওসমান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন ‘আব্বু গত কাল রাত থেকে অসুস্থ এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।’
তার স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। জননন্দিত নেতা শামীম ওসমানের হাজার হাজার কর্মী-সমর্থক তার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৩ মার্চ ২০২৩