ইউরোপ

কিয়েভে কারিগরি স্কুলে রুশ ড্রোন হামলা, নিহত ৩

কিয়েভ, ২৩ মার্চ – ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি কারিগরি বিদ্যালয়ে রাতারাতি রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার ইউক্রেনের জাতীয় জরুরি সেবা সংস্থা এক টেলিগ্রাম পোস্টে এ হামলার কথা জানায়।

রাতের আঁধারে রুশবাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, রুশ ড্রোন হামলার পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত চারজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে রুশ ড্রোন হামলার এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা তিন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। তবে হতাহতদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, হামলায় দুটি ছাত্র আবাসনের দুটি তলা এবং একটি বিল্ডিং ‘আংশিকভাবে ধ্বংস’ হয়েছে যা পড়াশোনার জন্য ব্যবহৃত হত।

বিভিন্ন সময় বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ মানুষদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া, অভিযোগ জানিয়েছে ইউক্রেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৩ মার্চ ২০২৩

Back to top button