জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা, ২২ মার্চ – রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পরই সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল যোগাযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

তিনি বলেন, রেলওয়ের কোন অসুবিধা নাই। লাইন থেকে বাস সরানো হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এ বিষয়ে রামপুরা থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ মার্চ ২০২৩

Back to top button