জাতীয়
রাজধানীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা
ঢাকা, ২২ মার্চ – রাজধানীর মালিবাগ রেলগেটে যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। আজ রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির বলেন, ‘রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস একটি বাসকে ধাক্কা দেয়।’
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, ‘মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ২২ মার্চ ২০২৩