ফুটবলকে বিদায় বললেন কিংবদন্তি মেসুত ওজিল
বার্লিন, ২২ মার্চ – মাঠের ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই ফুটবলার।
৩৪ বছর বয়সী ওজিল তার ক্লাব ক্যারিয়ারে ৯টি ট্রফি জিতেছেন। এর মধ্যে রয়েছে চারটি এফএ কাপ। ২০১২ সালে জয় করেন স্প্যানিশ লা লিগা শিরোপা।
জার্মানির হয়ে ৯২ ম্যাচ খেলা ওজিল ছিলেন দেশটির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য।
২০১০ সালে রিয়ালে যোগ দেওয়া ওজিল ক্লাবটির হয়ে লা লিগা ছাড়াও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। ২০১৩ সালে আর্সেনালে যোগ দেন তিনি। প্রথম দুই সেশনে পর পর দুটি এফএ কাপ জয় করেন।
২০২১ সালের জানুয়ারিতে আর্সেনাল ছাড়েন ওজিল। ফ্রি ট্রান্সফারে যোগ দেন তুর্কি ক্লাব ফেনেরবাচিতে। তবে ২০২২ সালের জুলাইয়ে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করেন। যোগ দেন আরেক তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে। তবে ইনজুরির কারণে মাত্র ৮ ম্যাচ খেলতে পেরেছিলেন ক্লাবটিতে।
এই চোটের কারণেই ফুটবল ছাড়ার সিদ্ধান্ত তার, ‘সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে আমি চোটে ভুগেছি। ফলে এটা আরও স্পষ্ট হয়েছে যে ফুটবলে বড় মঞ্চ ত্যাগ করার সময় হয়েছে।’
২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেন ওজিল। নিজের ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৃপ্তির কথাই বলেছেন তিনি, ‘প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞবোধ করছি।’
যে সব ক্লাবে খেলেছেন, যেসব সতীর্থদের সঙ্গে খেলেছেন, বিদায় বেলায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওজিল।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২২ মার্চ ২০২৩