শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা, ২২ মার্চ – তিন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। বিভাগগুলো হলো- রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ। বুধবার এ তিন বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ১৪ এপ্রিল ২০২৩ হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ মার্চ ২০২৩

Back to top button