জাতীয়

বিএনপি নেতা সপুকে ফের গ্রেপ্তারের অভিযোগ

ঢাকা, ২২ মার্চ – বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে ফের কেরানীগঞ্জ কারাগারের জেলগেট থেকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপি নেতা সপুর স্ত্রী আঞ্জুমান আরা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল সপুর। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারাগারের অভ্যন্তর থেকেই বের হতে দেয়নি বিএনপির এই নেতাকে।

সময় পেরিয়ে সন্ধ্যা ৭টা বেজে গেলে সপুর স্ত্রী কারা কর্তৃপক্ষের কাছে সপুর কারাগার থেকে বের হতে বিলম্বের কারণ জানতে চাইলে মীর সরাফত আলী সপুকে পুনরায় পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা মীর সরাফত আলী সপু জামিন পেলে তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২২ মার্চ ২০২৩

Back to top button