মোদী অপ্রতিরোধ্য ২০২৪-এও! ভোটকৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্যে জল্পনা জাতীয় রাজনীতিতে
নয়াদিল্লি, ২২ মার্চ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০২৪-এর নির্বাচনেও অপ্রতিরোধ্য মনে করছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিরোধীদের মধ্যে কাউকেই প্রধানমন্ত্রী মোদীর সমকক্ষ ভাবতে পারছেন না। তাঁর মতে, বিরোধীদের অবস্থান ঠিক জায়গায় নেই। সম্প্রতি জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোরের বিবৃতি এক অন্য মাত্রা দিয়েছে। কেননা বিজেপি বিরোধিতায় কংগ্রেস মনে করছে, তাদের ছাড়া বিরোধী জোট সম্ভব নয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেসকে বাদ রেখে তৃতীয় ফ্রন্ট গড়ার পরিকল্পনায় শামিল।
মমতা, অখিলেশ, কেজরিওয়াল ও কেসিআর একরকম ভাবছেন আর বিরোধীদের অন্য অংশ মনে করছে কংগ্রেসের নেতৃত্বেই বিরোধী জোট গড়তে হবে। অর্থাৎ আঞ্চলিক দলগুলির মধ্যেই প্রবল বিরোধ। মোদী-বিরোধী জোট গড়তে ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন তাঁরা। প্রশান্ত কিশোর মনে করেন, এই একটা পন্থাও মোদীকে ক্ষমতাচ্যুত করার সঠিক রাস্তা নয়।
অবশেষে তিহাড় জেলে রাত কাটবে বীরভূমের কেষ্টর
প্রশান্ত কিশোর বলেন, আদর্শগত প্রশ্নে বিজেপির বিরুদ্ধে বিকল্প জোট গড়তে না পারলে প্রধানমন্ত্রী মোদীকে গদিচ্যুত করা অসম্ভব। বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াই করতে না পারলে পরাজয় নিশ্চিত। এখনও পর্যন্ত বিরোধীরা কেউ সেই জায়গা নিতে পারেনি। এমনকী কংগ্রেসও নয়। রাহুল গান্ধীকে নিয়েও এদিন প্রশান্ত কিশোর মুখ খুলেছেন। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা ভালো কর্মসূচি ছিল। কিন্তু ভারত জোড়ো যাত্রাকে হাতিয়ার করে নির্বাচনে জেতা যায় না। তার জন্য বিকল্প আদর্শবাদী রাজনীতি দরকার। মানুষের সঙ্গে কথা বলে সেই নতুন পন্থা বের করতে হবে।
প্রশান্ত কিশোর পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধী যে পথ অবলম্বন করেছেন, সেই পথে থেমে গেলে হবে না। অর্থাৎ ভারত জোড়ো যাত্রা থামালে হবে না। ভারত জোড়ো যাত্রা চালিয়ে যেতে হবে রাহুল গান্ধীকে। তাহলে একটা বিকল্প পথ বেরিয়ে আসতে পারে। তিনি রাহুল গান্ধীকে নিয়ে খানিক আশা ব্যক্ত করলেও তা মোদীকে গদিচ্যুত করার জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেন। অন্যদের তিনি হিসেবেই রাখছেন না। ২০২৪ লোকসভা নির্বাচনে চাই বিজেপির মতো মহাশক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে বিরোধী ঐক্য কোনো কাজ করবে না বলেই তিনি মনে করছেন। বিরোধী মহাজোট হোক বা তৃতীয় ফ্রন্ট কিছুই মোদীকে হারানো পক্ষে যথেষ্ট নয়। শুধুমাত্র দল বা নেতাদের একত্রিত করলই বিরোধী ঐক্য গড়ে তোলা যায় না। দরকার একটা মুখের, যাকে ঘিরে বিরোধীরা সবাই আবর্তিত হবেন, সেটারই অভাব।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ২২ মার্চ ২০২৩