পশ্চিমবঙ্গ

কয়লাকাণ্ডে দিল্লিতে মলয়কে তলব ED-র, ডাকা হল সহকারীকেও

কলকাতা, ২২মার্চ – ইডির (Enforcement Directorate) স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। সূত্রের খবর, এবার কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডাকা হয়েছে তাঁর আপ্ত সহায়ককেও। তবে তাঁরা হাজিরা দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তিনি এখনও কোনও চিঠি পাননি বলেই জানিয়েছেন।

মঙ্গলবারই তিহাড় জেলে ঠাঁই হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। কেষ্টর তিহাড়-যাত্রার কয়েক ঘণ্টার মধ্য়েই ইমেল মারফত মলয় ঘটক ও তাঁর আপ্ত সহায়ককে তলব করল ইডি। সূত্রের দাবি, আগামী ২৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে ইডির সদর দপ্তর প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়েছে মলয়ের আপ্ত সহায়ককে। আর ২৯ মার্চ দিল্লিতেই রাজ্যের আইনমন্ত্রীকে হাজিরা দিতে ডাকা হয়েছে বলে সূত্রের দাবি।

ওইদিনই আবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেদিনই রাজ্যের মন্ত্রীকে তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত,‌গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। উল্লেখ্য, বেশ কয়েকজন ইসিএল আধিকারিকের গ্রেপ্তারির পর মলয়ে ঘটকের বিরুদ্ধে কয়লা পাচার তদন্তে নেমেছে সিবিআই। এবার তাঁকে তলব করল আরেক তদন্তকারী সংস্থা ইডি।

সূত্র: টিভি নাইন
আইএ/ ২২মার্চ ২০২৩

Back to top button