ঢালিউড

ছোট ছেলের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানালেন শাকিব

ঢাকা, ২১ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (২১ মার্চ) অভিনেতার ছোট ছেলে শেহজাদ খান বীরের শুভ জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বীরকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন শাকিব।

এদিন ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।

ওই ছবিতে দেখা যায়, বীরের সঙ্গে হাসিমুখে খুনসুটি করতে দেখা গেছে এই অভিনেতাকে।

মুহূর্তেই শাকিবের স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতোমধ্যে পোস্টটিতে ১ লাখ ৩২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ৯ হাজার মন্তব্য এবং ২৮৭ বার শেয়ার হয়েছে পোস্টটি।

পোস্টটিতে বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার ভক্ত-অনুরাগীরাও। একজন লিখেছেন, শুভ জন্মদিন বাবা। আরেক ভক্ত লেখেন, শুভ জন্মদিন বীর। বীরের মতো বড় হও।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের এই দিনে অভিনেতার দ্বিতীয় স্ত্রী বুবলী জন্ম দেন শেহজাদ খান বীরকে। আজ তিন বছর পূর্ণ হলো এই তারকাসন্তানের।

আইএ/ ২১ মার্চ ২০২৩

Back to top button