ফুটবল
ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে
প্যারিস, ২১ মার্চ – কাতার বিশ্বকাপের পরপরই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব।
এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। ইতোমধ্যে নতুন অধিনায়কও ঠিক করে ফেলেছে কোদ দিদিয়ের দেশ্যম। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের নতুন অধিনায়ক ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে।
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলা এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে, যদিও টাইব্রেকারে ছিটকে যায় শিরোপা। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন পিএসজির এই তারকা।
সূত্র: সমকাল
আইএ/ ২১ মার্চ ২০২৩