কলকাতায় বাংলাদেশের আরও একটি ভিসা সেন্টার চালু
কলকাতা, ২০ মার্চ – বাংলাদেশে বাড়ছে ভারতীয় পর্যটকের সংখ্যা। তাদের সুবিধার্থে কলকাতার প্রাণকেন্দ্র চিৎপুরে নতুন একটি ভিসা তথ্যকেন্দ্র চালু করেছে বাংলাদেশ।
কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। খুলনা থেকে আসে বন্ধন এক্সপ্রেসও। আবার ঢাকা থেকেও আসে মৈত্রী এক্সপ্রেস। প্রতিদিন ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন যাত্রীদের যাওয়া আসার প্রধান কেন্দ্রবিন্দু কলকাতা স্টেশন। যাকে অনেকেই আবার চিৎপুর স্টেশন বলেও চেনেন।
বাংলাদেশে যেতে চাওয়া অনেক পর্যটক নানা তথ্য সহায়তার জন্য স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতেন। বাংলাদেশে যাওয়া আসার জন্য এই স্টেশনটির গুরুত্ব বেড়েছে অনেকটাই।
এমন বাস্তবতায় এবার কলকাতা স্টেশনে চালু করা হলো ভিসা তথ্যকেন্দ্র। এখানেই মিলবে ভিসা তথা বাংলাদেশে ভ্রমণের প্রয়োজনীয় সকল তথ্য। করোনার কারণে বিশ্বে প্রায় সব দেশে থমকে যায় পর্যটন বিভাগ। সেই ধাক্কায় বাদ যায়নি বাংলাদেশ। তবে করোনার পর এখন আগের সব রেকর্ড ভেঙে বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় পর্যটক। বাংলাদেশে পর্যটক বান্ধব পরিবেশ ছাড়াও শিল্প বাণিজ্যের সম্ভাবণা বাড়ায় ভারতীয়দের মধ্যে বাংলাদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান, ‘বিপুল পরিমাণ ভিসার আবেদন আমরা পাচ্ছি। আর সেই ক্ষেত্রে যা যা করা প্রয়োজন তাই করবো আমরা।’
ভিসা কনস্যুলার এ এস এম আলমাস হোসেন বলেন, ‘সবচেয়ে বেশি ভিসার আবেদন আসে কলকাতা থেকে। যতই চাপ থাকুক না কেনো আমরা সহজ ভাবেই গ্রহণ করেছি সেটা। ভারত থেকে প্রচুর মানুষ বাংলাদেশে ঘুরতে যাচ্ছে। ২০২২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতের একটি বেসরকারি সংস্থার হাতে ভিসা তথ্যকেন্দ্র পরিচালনার দায়িত্ব দেয়। সরকারি ওই সংস্থাটি কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও একটি শাখা খুলে বাংলাদেশে যেতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা সংক্রান্ত সব ধরনের পরিষেবা দিয়ে আসছে।’।
সূত্র: আমাদের সময়
এম ইউ/২০ মার্চ ২০২৩