জাতীয়

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

ভৈরব, ২০ মার্চ – আজ ২০ মার্চ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজন আর কর্মসূচিতে তার জন্মস্থান ভৈরবে দিনটি পালন করছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় উপজেলা চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ আসর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে বিশেষ দোয়া, মিলাদ ও প্রার্থনা।

এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ বেলা ১১টায় স্থানীয় সরকারি কাদির বক্স উচ্চ বিদ্যালয়ে যৌথভাবে আয়োজন করেছে দোয়া ও তবারক বিতরণের। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধাণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ।

অহিংস রাজনীতির প্রবাদ পুরুষ, ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্বাধীনতার পর তিনি ৩ বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবার, বলাকী মোল্লার বাড়িতে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন।

দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তার ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে সমভাবে গ্রহণযোগ্য ছিলেন। আর তাই তিনি ভৈরব-কুলিয়ারচর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচত হন।

মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং ২৪ আগস্ট মৃত্যুবরণকারী শহীদ বেগম আইভি রহমান তার স্ত্রী ছিলেন। তাদের সন্তান নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)’র সভাপতি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২০ মার্চ ২০২৩

Back to top button