ভাস্কর্য সমস্যার সমাধান এক সপ্তাহের মধ্যে
ঢাকা, ০৫ ডিসেম্বর – ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি বলেছেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে কোন কাজ করে না বাংলাদেশ। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ইতোমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে।
শনিবার জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আরও পড়ুন : ১০ জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু
পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ উপস্থিত সকল এমপি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
পরে বিকাল ৪টায় ইসলামপুর কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপিকে এক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সুত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০৫ ডিসেম্বর