জাতীয়
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু
ঢাকা, ১৯ মার্চ – নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠন করে আগামী ২৩ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
এর মধ্য দিয়ে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সূত্র: সমকাল
এম ইউ/১৯ মার্চ ২০২৩