ঢালিউড

বুক কাঁপল না আপনাদের

ঢাকা, ১৮ মার্চ – চিত্রনায়িকা মাহিয়া মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আর কিছুদিন পরই সন্তানের জন্ম দেবেন তিনি। এমন অবস্থায় তাকে পড়তে হলো আইনি জটিলতায়।

শনিবার (১৮ মার্চ) ওমরাহ শেষে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন মাহি। তাকে কারাগারেও পাঠানো হয়েছিল। নায়িকার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শোবিজের অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি।

চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা! দেখছেন মাহির দিকে। বুক কাঁপল না আপনাদের!

তিনি আরও লেখেন, একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক।

ইতোমধ্যে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় জামিন পেয়েছেন মাহি। এদিন (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

আইএ/ ১৮ মার্চ ২০২৩

Back to top button