উত্তর আমেরিকা

কবে গ্রেফতার হবেন, নিজেই জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৮ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হবে। ২০১৬ সালে প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেছেন। খবর ফক্স নিউজের।

শনিবার (১৮ মার্চ) সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দিয়ে বলেন, আমাকে মঙ্গলবার গ্রেফতার করা হবে।

এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পর্ন তারকা স্টোরমি ডানিয়েলকে ওই সময় ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেন।

অন্যদিকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার দু’বছর পর ফেসবুক ও ইউটিউব ফিরে পেয়েছেন। নিষেধাজ্ঞা ওঠার পর অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি নতুন ভিডিও পোস্ট দেন তিনি। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই’ অ্যাম ব্যাক’।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রিপাবলিকান নেতা ট্রাম্পের (৭৬) ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে রয়েছে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার।

এদিকে ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।

ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়ম-কানুনের চরম লঙ্ঘন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ মার্চ ২০২৩

Back to top button