নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১
নারায়ণগঞ্জ, ১৮ মার্চ -নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রানা মিয়া বলেন, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ মার্চ ২০২৩