উত্তর আমেরিকা

কানাডায় ছুরিকাঘাতে নিহত তিন

অটোয়া, ১৭ মার্চ – কানাডার মন্ট্রিয়লে ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রেডিও কানাডার বরাতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় সিবিসি নিউজ।

ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে মন্ট্রিয়ল হার্ট ইনস্টিটিউটের কাছে একটি বড় পুলিশি অভিযান চালানো হয়।

মন্ট্রিয়লের বেলেঙ্গার স্ট্রিটে একটি বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এখনও কোনো তথ্য জানায়নি।

অন্যদিকে পুলিশের হস্তক্ষেপের কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির জরুরি চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ মার্চ ২০২৩

Back to top button