জাতীয়

রমজান মাসে খাদ্য পণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা

শরীয়তপুর, ১৭ মার্চ – দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, রমজানে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

এ সময় মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজানে দেশের ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার। এছাড়াও রমজানে গ্রামীণ পর্যায়ে ছোলা ও শহরে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করা হবে। রমজানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ক্রেতাদেরও অতি উৎসাহী হয়ে প্রয়োজনের অধিক খাদ্য পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ করেন মন্ত্রী।

এর আগে বিকেল ৫টায় ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন করেন তিনি। এক্সপোতে দেশি-বিদেশি ৬৫টি ই-কমার্স ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ আয়োজনের ফলে কোন প্রকার মধ্যসত্বভোগী ছাড়া দেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা তাদের পণ্যসামগ্রী দেশি ও বিদেশি বাজারে বিক্রির সুযোগ পাবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ মার্চ ২০২৩

Back to top button