সিরাজগঞ্জ

ফুল দেওয়া নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জ, ১৭ মার্চ – সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।

আহতদের বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। উভয় গ্রুপকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেই। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ মার্চ ২০২৩

Back to top button