তিস্তায় ভারতের আরও দুটি খাল খনন, সতর্ক বাংলাদেশ
ঢাকা, ১৬ মার্চ – তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় নতুন করে আরও দুটি খাল খননের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।
সেহেলি সাবরিন বলেন, নতুন করে আরও দুটি খাল খনন করছে ভারত। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, বাংলাদেশের বৃহৎ জনগণের জীবন ও জীবিকা নির্ভর করে তিস্তা নদীর পানির ওপর। সে কারণে অনেক বছর ধরে আমরা তিস্তা নিয়ে আলোচনা করে যাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে চমৎকার সম্পর্ক, সেটি বিবেচনায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রাখব। আমরা আশা রাখছি, আলোচনার মাধ্যমে এ সমস্যাটির সমাধানে যাব।
আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি প্রস্তাব বা পেপার ঠিক করে তারপর ভারতীয় পক্ষের কাছে জানতে চাইব। এরপর পরবর্তী পদক্ষেব নেব।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ মার্চ ২০২৩