স্বর্ণ ব্যবসায়ী আরাভের বিরুদ্ধে ১২ পরোয়ানা, দেশে ফেরাবে ডিবি
ঢাকা, ১৬ মার্চ – বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
তিনি বলেন, আমরা ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে দেশে ফেরৎ নিয়ে আসব। তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। তার ভারতীয় পাসপোর্ট রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান।
এ সময় দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনীতে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ দেশের কয়েকজন তারকার অংশগ্রহণকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
হারুন অর রশীদ বলেন, দুঃখজনক যে আমরা মিডিয়ায় বলার পরেও সাকিবসহ অন্যান্য তারকারা সেখানে হাজির হয়েছেন। এটা জানার পরেও যে সে (আরাভ) একজন খুনি। সে একজন পুলিশ ইন্সপেক্টরকে খুন করেছিল। আমরা অবগত করার পরেও তারা দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা খুবই দুঃখজনক। এটা তারা কেন করেছেন, আমরা জানি না।
তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। যারা সেখানে গিয়েছেন, যাদের নাম আসছে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। কেবল খুনই করেনি, লাশ গুম করার জন্য পুড়িয়েছে। সেই ঘটনাটি আমরা জেনেছি, সেই ব্যক্তি অপরাধী তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সাকিবসহ অন্য কয়েকজন তারকা দুবাইয়ে ওই প্রতিষ্ঠানটি উদ্বোধন করে এসেছেন সেটির মালিক আরাভ খান তার আসাল নাম রবিউল ইসলাম। তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুনিয়া গ্রামে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র মামলা রয়েছে।
জানা গেছে, এসবির পরিদর্শক মামুন ২০১৮ সালে রহমত উল্লাহ নামের এক ব্যক্তির আমন্ত্রণে বনানীর একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাকে ‘ব্ল্যাকমেল’ করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মামুনকে ফাঁদে ফেলে বনানীর ওই বাসায় ডেকে নেওয়া হয়। তাকে ফ্ল্যাটে নিয়ে বেঁধে, স্কচটেপ দিয়ে মুখ আটকে নির্দয়ভাবে পেটানো হয়। নির্যাতনের একপর্যায়ে মামুন মারা যান। পরে গাজীপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে বনানী থানায় হত্যা মামলা করে পরিদর্শক মামুনের পরিবার। এতে রহমত উল্লাহ, রবিউল ইসলাম, সুরাইয়া আক্তার কেয়া, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারওয়ার হোসেন, মেহেরুন্নিসা ওরফে স্বর্ণা ও ফারিয়া বিনতে মাইসাকে আসামি করা হয়। ২০১৯ সালে মামলাটির তদন্ত শেষে রহমত উল্লাহ এবং রবিউল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে রবিউল ইসলামকে পলাতক উল্লেখ করা হয়।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৬ মার্চ ২০২৩