টাঙ্গাইল

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিমি যানজট

টাঙ্গাইল, ১৬ মার্চ – ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নওগাঁগামী বাসচালক নাম প্রকাশ না করে জানান, পৌলি থেকে এলেঙ্গা আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, বুধবার (১৫ মার্চ) রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। চেষ্টা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ মার্চ ২০২৩

Back to top button