আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে হট্টগোল: শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৬ মার্চ – সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থি শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে দায়ের করা মামলায় বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান এ মামলা করেন।

মামলার বাদী ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে আওয়ামীপন্থিদের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৬ মার্চ ২০২৩

Back to top button