জাতীয়

ব্যালট পেপার চুরি করতে ব্যর্থ হয়ে বিএনপির হামলা

ঢাকা, ১৫ মার্চ – ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী পাঠিয়ে হাইকোর্টের নির্বাচন পণ্ড করতে দফায় দফায় বিএনপি হামলা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মার্চ) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দলের এক যৌথ সভায় এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল সুপ্রিম কোর্টে আপনাদের দলের এক নেতা ভোট চুরি করতে গিয়েছিল। এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্বাচনে জিততে তারা ব্যালট পেপার ছিনতাই করতে গিয়েছে। আজকে সকালে নির্বাচনকে পণ্ড করতে হামলা করেছে।

‘৪০০ জন সন্ত্রাসী পাঠিয়ে জঙ্গি কায়দায় তারা হামলা পরিচালনা করেছে, ভোট পণ্ড করার জন্য। ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে দফায় দফায় হামলা করেছে।’

এসময় বিএনপিকে ভোট চোরের রাজা আখ্যা দিয়ে কাদের বলেন, ভোট চোর কাকে বলে, ভোট চোরের রাজা বিএনপি। আর বিএনপি উল্টো আওয়ামী লীগকে বিভিন্ন সময় বলে। তারা আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। ১ কোটি ২৩ হাজার ভুয়া ভোটার তারা করেছিল ক্ষমতায় যেতে।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবু-উল আলম হানিফ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতারা যৌথ সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ১৫ মার্চ ২০২৩

Back to top button